আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ৫:৩৯ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৯, ২০২৪, ১০:৫৯ এ.এম
লালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

নাটোরের লালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাগর আলী (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া (হিন্দুপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক (ঢাকা মেট্রো - ট - ১৭-০৩৪৮) থেকে ঝুট নামানোর প্রস্তুতিকালে ট্রাকের সহকারী সাগর আলী দুর্ঘটনাবশত ট্রাকের চাকায় পড়ে পিষ্ট হন। এসময় তার ডান পা ও অণ্ডকোষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ধুপইল সার্জিক্যাল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠান। তবে, রামেক হাসপাতালে পৌঁছানোর আগেই সাগর আলী পথিমধ্যে মারা যান।
এ বিষয়ে লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, "ঘটনাস্থল থেকে থানা পুলিশ ঢাকা মেট্রো - ট ১৭-০৩৪৮ নম্বরের ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় এখনও কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha