আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৩:৪৩ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৯, ২০২৪, ৯:৫৯ এ.এম
কালুখালীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা ও রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল সাহাসহ ১০ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর হলো মিস পিটিশন ১৫৪/২৪ এবং ধারা ৪০৬/৪২০/৩২৩/৫০৬(২) দণ্ডবিধি।
এ মামলাটি দায়ের করেছেন এক বিধবা নারী, আলেয়া বেগম (৫০), যিনি কালুখালীর পশ্চিমধানবাড়ীয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিন বিশ্বাসের স্ত্রী। মামলার অন্যান্য আসামীরা হলেন: আ. মতিন, জিন্নাহ প্রামানিক, মিজানুর রহমান মিজান, সিদ্দিক, নজরুল খা, লালটু ফকির, অজয় মহুরী এবং মুক্তার মেম্বর।
বাদী আলেয়া বেগম অভিযোগ করেছেন যে, আসামীরা তার পরিবারের সদস্যদের ছবি তুলে তাকে জানায় যে, শেখ হাসিনার ঘর বরাদ্দ হয়েছে তার নামে। কিন্তু পরে ওই ঘরটি অন্য কাউকে বরাদ্দ দেয়া হয়। এ ঘটনার কারণ জানতে চাওয়ার পর, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফার নির্দেশে আসামীরা বাদী আলেয়া বেগমকে মারধর করে এবং তার জীবননাশের হুমকি দেয়। এ অবস্থায় আলেয়া বেগম আদালতে মামলাটি দায়ের করেছেন।
ঘটনার পর, মিজানুর রহমান মিজান, লালটু ফকির এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল সাহা এলাকা থেকে পালিয়ে যান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha