নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর অর্থায়নে কচাকাটা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও আরডিআরএস এর যৌথ বাস্তবায়নে ২৮ লক্ষাধিক টাকা ব্যয়ে ৯০০ মিটার বেরি বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) কচাকাটা ইউনিয়নের দক্ষিণ জালিরচরের ইন্দ্রগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জালিরচর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই বেরি বাঁধের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এ বেরি বাঁধ নির্মাণ সম্পন্ন হলে ৩ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় ৩ হাজার মানুষের পাশাপাশি শতশত হেক্টর ফসলি জমি বন্যার প্রকৃত ঝুঁকি থেকে মুক্তি পাবে। স্থানীয়দের আশা, এই বাঁধটি অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন কচাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাদত হোসেন মন্ডল, ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য কাছিরন বেগম, আরডিআরএস এর জেলা কো-অর্ডিনেটর (ইএন্ডএইচআর) তপন কুমার সাহা, উপজেলা কো-অর্ডিনেটর আরিফুজ্জামান, মিল অফিসার সোহেল রানা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha