আজকের তারিখ : এপ্রিল ১৮, ২০২৫, ২:০০ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ৮, ২০২৪, ৩:৩৭ পি.এম
ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে কাশিয়ানীতে খিচুড়িভোজ

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে খিচুড়িভোজের আয়োজন করেছে স্থানীয় যুবকরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ খিচুড়িভোজের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমুর অর্থায়নে দু’শতাধিক লোকের জন্য খাবারের আয়োজন করা হয়।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু বাংলাদেশি বংশোদ্ভূত বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের বাসিন্দা, যুক্তরাষ্ট্র প্রবাসী মো. লুৎফর রহমান হিমু। হিমু যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইনান্স মেম্বারও। তার অপর বন্ধু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিন।
স্থানীয় যুবকদের আয়োজনে গিয়াস উদ্দিনের বাড়িতেই এ খিচুড়ি রান্না করা হয়। মো. গিয়াস উদ্দিন বলেন, “আমার বন্ধু লুৎফর রহমান হিমু, ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু। সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, যদি ট্রাম্প জিতেন, তবে খিচুড়ি খাওয়াবে। এখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হয়েছেন, তাই আমরা এই আনন্দ উপলক্ষে খিচুড়িভোজের আয়োজন করেছি। আমরা সবাই আনন্দিত ও গর্বিত।”
প্রসঙ্গত, ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে এ বিজয় অর্জন করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha