নড়াইলে বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি এবং সরবরাহ চেইন তদারকি ও পর্যালোচনার অংশ হিসেবে নড়াইল সদরের মাইজপাড়া বাজারে অভিযান পরিচালিত হয়। এই অভিযানে অংশ নেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান।
এ সময় শামীম হাসান জানান, ভোক্তা অধিকার আইন অনুসারে মাইজপাড়া বাজারে অভিযানে মেসার্স আনন্দ স্টোরকে ৫ হাজার টাকা এবং মেডিসিন কর্ণারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরা যথাক্রমে ভোক্তা অধিকার আইনের ৩৭ ও ৫১ ধারার লঙ্ঘন করেছে।
অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী নড়াইল ক্যাম্পের সেনা সদস্যরা, জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য এবং কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা কমিটির সেক্রেটারি কাজী হাফিজুর রহমান, ছাত্র প্রতিনিধি মো. নবাব মোল্যা এবং অন্যান্য সদস্যরা।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিশেষ টাস্কফোর্স কমিটি দোকানগুলোকে সতর্ক করে দিয়ে জানায়, ভবিষ্যতে যদি পণ্যের বিক্রির মুল্যে তালিকা বা মেমো না থাকে অথবা মিথ্যা তথ্য প্রদান করা হয়, তবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তারা আরও জানান, লাভের নামে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করতে বা অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারবে না, এমন পরিস্থিতি এড়াতে পরবর্তীতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha