ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চণ্ডিপুর এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষের গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকার একটি হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষের চার ভাতিজার নামে মামলা দায়ের করা হয়। মামলায় পাট ব্যবসায়ী দিপু ঘোষ বর্তমানে জেলহাজতে রয়েছেন, তবে বাকি তিনজন পলাতক।
এই সুযোগে চোরেরা বাড়ির তিনটি জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা-পয়সা, সোনা, ব্যবহৃত কাপড়-চোপড়সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।
এ সময় বাড়িতে তার বড় ভাতিজা দীপু ঘোষের স্ত্রী করুণা ঘোষ ছেলেমেয়ে নিয়ে অন্য একটি ঘরে ছিলেন। সকালে ঘর খুলতে গিয়ে তিনি দেখতে পান, ওই ঘরগুলো থেকে কিছুই নেই।
এ বিষয়ে করুণা ঘোষ জানান, "আমার স্বামী ও তিন দেবরের নামে এলাকার একটি গ্রুপ জমিজমা বিরোধের কারণে ঢাকার একটি হত্যা মামলায় নাম জড়িয়ে দিয়েছে। আমার স্বামী ও তার তিন ভাই রাজনীতির সাথে জড়িত না থাকলেও ওই মামলায় তাদের নাম দেওয়া হয়েছে। এরপর থেকেই বাড়ির সকলে পলাতক।"
তিনি আরও জানান, "বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে লুটপাটের চেষ্টা করা হচ্ছিল। এরই মধ্যে গতরাতে চোরেরা তিনটি জানালার গ্রিল কেটে ঘরের সমস্ত নগদ অর্থ, সোনা এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, চোরেরা পুরানো জামা কাপড়ও নিয়ে গেছে। এটি একটি অস্বাভাবিক ঘটনা।" এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha