আজকের তারিখ : ডিসেম্বর ২৮, ২০২৪, ১০:৫৪ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৭, ২০২৪, ১০:৫৯ পি.এম
শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত
রাজশাহীর মোহনপুর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় কেশরহাট ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার মূল উদ্দেশ্য ছিল শিক্ষানবিশ এবং তরুণ উদ্যোক্তা নির্বাচন করা।
“ছোট উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাংক ওপিকে এসএফ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা রাজশাহী রেইজ-প্রকল্প বাস্তবায়ন করছে। রেইজ প্রকল্পের লক্ষ্য হল স্বল্প আয়ের পরিবারভুক্ত বেকার তরুণ-তরুণীদের জন্য শিক্ষানবিশি পদ্ধতিতে ৬ মাস মেয়াদী কারিগরি ও জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা। এই প্রকল্পের আওতায় তরুণ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে আর্থিক সহযোগিতা এবং ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে ৯৬ ঘণ্টার প্রশিক্ষণও প্রদান করা হচ্ছে।
এই সভার আয়োজন করা হয়েছিল রেইজ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং উদ্যোক্তা নির্বাচন প্রক্রিয়া সহজ করার জন্য।
উক্ত সভায় কেশরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা এবং শতফুল বাংলাদেশ নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন মোল্লা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। তিনি রেইজ প্রকল্পের সামগ্রিক বিষয় তুলে ধরেন এবং জনসাধারণের মাঝে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। সভায় উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ রেইজ প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এবং স্বল্প আয়ের পরিবারভুক্ত তরুণ-তরুণী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
আলোচনা শেষে আগ্রহী উদ্যোক্তাদের নামের তালিকা সংগ্রহ করা হয়। এরপর সভার সভাপতি সকলের সুস্বাস্থ্য কামনা করে কমিউনিটি আউটরিচ সভা সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha