আজকের তারিখ : এপ্রিল ১৮, ২০২৫, ১২:৩০ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৭, ২০২৪, ৮:০৮ পি.এম
তানোরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাজশাহীর তানোরে দাম্পত্য কলহের জের ধরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিতে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। গত ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে তানোর ফায়ার সার্ভিস মোড়ের একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহতের নাম মুক্তা আক্তার ময়না(২৮)। সে উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) বিলশহর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মুক্তা আক্তার ময়না (২৮) উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) বিলশহর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। রবিউল ইসলাম স্ত্রী ময়নাকে নিয়ে তানোর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন আমজাদ হোসেনের ফ্ল্যাট বাসার দু'তলা ভাড়া নিয়ে বসবাস করতেন। বেশকিছু দিন যাবত তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছে। এর জের ধরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ময়না বলে মনে করছে প্রতিবেশীরা। ময়নার বাবার বাড়ি একই ইউনিয়নের নারায়নপুর গ্রামে। সে নরায়নপুর গ্রামের প্রয়াত উসমান আলীর (সাবেক ইউপি সদস্য) কন্যা।
এদিকে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে তানোর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের(রামেক) মর্গে প্রেরণ করেছেন। অন্যদিকে ঘটনার পর পরই নিহতের স্বামী-শশুর গা-ঢাকা দিয়েছেন।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ফায়ারসার্ভিস কর্মীদের সহযোগিতায় লাশ উদ্ধার ও পোস্টমর্টেমের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশ পোস্টমর্টেম করার পরে বোঝা যাবে ঘটনা হত্যা না আত্মহত্যা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha