আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৬:২৬ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৬, ২০২৪, ৫:০২ পি.এম
পুলিশের বাড়িতে দরজা ভেঙে পিস্তল ঠেকিয়ে ডাকাতির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীতে ঢাকা ডিবি পুলিশের এক এসআই'র বাড়িতে ঘরের দরজা ভেঙে ঢুকে মা ও বোনকে পিস্তল ঠেকিয়ে ডাকাতি করার অভিযোগ উঠেছে।
এ ঘটনা ঘটে মঙ্গলবার (০৫.১১.২৪) দিবাগত রাত সাড়ে বারোটায়, উপজেলার শেখর ইউনিয়নের দরিসহস্রাইল গ্রামের বাসিন্দা এসআই মো. নাসিরুদ্দিন বকুল (৩৮)-এর বাড়িতে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাতে ঘরের দরজার হ্যাজবল্ট চাপ দিয়ে ভেঙে ৮-১০ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এরপর তারা ডিবি পুলিশের মা কামরুন্নেছা (৬৫) ও বড় বোন মুন্নি খানম (৪০)-কে পিস্তল ও ছুরি দিয়ে জিম্মি করে। প্রায় ৩-৪ ঘণ্টা ধরে ডাকাত দল ঘরের ভেতরের আসবাবপত্র তল্লাশি করে এবং নগদ ২ লাখ ১০ হাজার টাকা ও ৮-১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
ভুক্তভোগী মা কামরুন্নেছা বলেন, "রাতের খাবার খেয়ে আমি ও আমার মেয়ে দরজার হ্যাজবল লক এবং ছিটকিনি লাগিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ৮-১০ জন ডাকাত ঘরে প্রবেশ করে, সবাই অস্ত্র হাতে ছিল। আমি চিৎকার করলে, আমাকে পিস্তল ঠেকিয়ে এবং মেয়েকে রুমে নিয়ে গিয়ে জিম্মি করে ডাকাত দল। এরপর তারা আমার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল খুলে নেয়। ঘরের সব কিছু তছনছ করে ১০ কেজি তেল, চিনি, আটা, মাংসসহ নগদ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে যায়।"
ডিবি পুলিশের বোন মুন্নি খানম বলেন, "আমার ভাই নাসিরুদ্দিন বকুল ঢাকায় ডিবি পুলিশে কর্মরত, আরেক ভাই বিমান বাহিনীতে চাকরি করেন। আমি ও মা বাড়িতে থাকি। ডাকাত দল আমার মাকে পিস্তল ঠেকিয়ে আমার রুমে নিয়ে এসে আমাকে জিম্মি করে। তারা আমার গলার স্বর্ণের চেইন, কানের দুল ছিনিয়ে নেয়। পরে আমার স্বর্ণালংকার, ৩ ভরী ২ রতী ওজনের স্বর্ণের চুর, ৫ জোড়া স্বর্ণের দুল, ৩টি চেইনসহ আরও কিছু মূল্যবান জিনিস নিয়ে চলে যায়। ডাকাত দল মোট ১০ জন ছিল।"
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান জানান, "খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তবে এখন পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha