নাটোরের লালপুর উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের সিনিয়র দলিল লেখক নবীর উদ্দিন (৮৫) সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন।মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
এ বিষয়টি নিশ্চিত করে তার ভাই, বাংলাদেশ প্রেসক্লাব, লালপুর উপজেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন জালাল জানান, নবীর উদ্দিন সকালে অসুস্থবোধ করলে প্রথমে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
তার মৃত্যুর খবর পেয়ে দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পরিবার, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাব, প্রথম লাইভ এর এডমিনগণ, দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন।
বুধবার (৬ নভেম্বর ২০২৪) সকাল ১০টায় বাহাদুরপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে তার নিজ বাড়ির আঙিনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার বড় ছেলে, দলিল লেখক এমদাদুল হক, তার বাবার আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।