আজকের তারিখ : এপ্রিল ১৫, ২০২৫, ৭:৫৬ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ৬, ২০২৪, ১১:২১ এ.এম
বাগাতিপাড়ায় কৃষকদের মধ্যে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় ১৪০০ কৃষকের মধ্যে বিনামূল্যে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ এবং কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই)-এর হারভেস্টপ্লাস প্রোগ্রামের নিউট্রিশিয়াস এগ্রিফিউচার বায়োফর্টিফাইড ক্রপ প্রোডাকশন প্রোজেক্ট এর আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা এ কে এম সাদিকুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়ের সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজ আলীর সঞ্চালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারভেস্টপ্লাস প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর সালেহ মো. শিহাব উদ্দিন এবং প্রজেক্ট ম্যানেজার শাহীনুর কবির। তারা অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বলেন, “জিংক মানুষের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশুদের মেধার বিকাশে এর ভূমিকা রয়েছে।”
তারা আরও জানান, “আমরা সাধারণত ভাত খেয়ে থাকি, যেটি শর্করায় সমৃদ্ধ। তবে হারভেস্টপ্লাস প্রোগ্রাম নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে, যার মাধ্যমে কৃষকদের মধ্যে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ করা হচ্ছে। এই ধান হাইব্রিড ধানের মতোই বেশি ফলনশীল এবং এটি মানুষের শরীরে জিংকের ঘাটতি পূরণে সাহায্য করবে।”
বায়োফর্টিফাইড ক্রপ প্রকল্পটি দ্য চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ লেটার ডে সাইটস-এর অর্থায়নে এবং হারভেস্টপ্লাস সলিউশনস বাংলাদেশ (নিউট্রিশিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ হিসাবে নিবন্ধিত) এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পটি পুষ্টি এবং জনস্বাস্থ্যের উন্নতি সাধনে বিশ্বের নেতৃত্ব প্রদান করছে।
অনুষ্ঠানে, প্রকল্পের আওতায় বাগাতিপাড়া উপজেলায় ৩০০ কৃষককে ব্রি ধান ৭৪ এবং ১১ শ কৃষককে ব্রি ধান ১০০ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha