আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ১২:১৩ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৫, ২০২৪, ৬:২৬ পি.এম
লালপুরে এবি পার্টির নেতা নাসিমের গণসংযোগ ও শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ

নাটোরের লালপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময়, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ এবং গণসংযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর নেতা এএসএম মোকারেববুর রহমান নাসিম।
মঙ্গলবার (৫ নভেম্বর) দিনব্যাপী লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী, দুড়দুড়িয়া, লালপুর, আড়বাবসহ বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক গণসংযোগ করেন তিনি। এসময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে এবি পার্টির (ঈগল প্রতীক) পক্ষে নির্বাচনের ঘোষণা দেন এবং ভোট প্রার্থনা করেন।
নাসিম সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন, “আগামী দিনে ঘুষ ও দুর্নীতিমুক্ত লালপুর-বাগাতিপাড়া গড়তে এবি পার্টির বিকল্প নেই।” তিনি এলাকার উন্নয়ন এবং সামাজিক কল্যাণে এবি পার্টির একক নেতৃত্বের ওপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির নেতা মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাকিম এবং হাসমত আলী মারহাবা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha