গত তিন মাসে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর গণগ্রেফতার, নির্যাতন, আত্মগোপনে চলে যেতে বাধ্য করা, বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও সংবিধানের অবমাননা, মব জাস্টিস, সংবাদপত্র ও বাক স্বাধীনতা খর্ব, জনগণের মৌলিক অধিকার হরণ, ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নিষিদ্ধ করণ, সরকারি এক পেশে নীতি, সন্ত্রাস ও ম্যান্ডেট বিহীন বেআইনি সরকারি আদেশের বিরুদ্ধে দেশের আপামর জনগণকে ঐক্যবদ্ধ ও লাখ শহীদের রক্তস্নাত মহান মুক্তিযুদ্ধের আদর্শকে অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়ে বেলজিয়াম আওয়ামী লীগের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই ১৯৭৫ সালে ১৫ আগষ্ট সপরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ৩ নভেম্বর জেলখানার অন্তরীণ অবস্থায় নির্মমভাবে নিহত জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন, জাতীয় সঙ্গীত পরিবেশনা ও দোয়া করা হয়।
বক্তাগণ দেশের বর্তমান পরিস্থিতিতে সংগঠনকে ৫ ই আগষ্ট এর আগে ও পরে সমস্ত হত্যাকাণ্ডের নিরপেক্ষ সুষ্ঠ বিচার ও দায়দায়িত্ব, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, অতীতের সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা, আত্মসমালোচনা করে বাংলাদেশের জনগণের দাবি ও প্রত্যাশা বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষিত, ত্যাগী, সৎ ও নিবেদিত কর্মীদের নিয়ে সংগঠনের ভবিষ্যত কর্মসূচি গ্রহণের ওপর জোর দাবি জানান।
নেতৃবৃন্দ অবিলম্বে রাজনীতিক কারণে আটক আওয়ামী লীগের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন ও দেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করে দেশে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীল অবস্থা প্রতিষ্ঠার আহবান জানান।
বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহীদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি হুমায়ুন মাকসুদ হিমু, সহসভাপতি আব্দুস সালাম, উপদেষ্টা খোকন শরীফ, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ফিরোজ বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ মাহমুদ, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, আওয়ামী লীগ নেতা জুয়েল জিলানী, আওয়ামী লীগ নেতা রফিকুল আলম, বেলজিয়াম যুবলীগ সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ,আওয়ামী লীগ নেতা হারিজ , ধর্ম সম্পাদক শামীম, পর্তুগাল ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হোসেন, ছাত্রলীগ নেতা নাজমুল আলম তানিম, মোহাম্মদ সজীব প্রমুখ।
আরও পড়ুন: e-Paper-05.11.2024
উপস্থিত ছিলেন সহ সভাপতি মোশাররফ হোসেন বাবু, মহিলা নেত্রী স্বপ্না দেব, সদস্যা দিলরুবা বেগম মিলি, সাংস্কৃতিক সম্পাদিকা আয়েশা সরকার, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, আব্দুর রাজ্জাক, মাহির মাহমুদ, ডেইজি আক্তার, খাদিজা মিনহাজ, মাহিমা মিনহাজ সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও অনেক শিশু কিশোর উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha