আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ১২:০৯ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৫, ২০২৪, ৮:৩৯ এ.এম
আওয়ামী অনুপ্রবেশকারীদের বিএনপিতে জায়গা হবে না: যুবদল সভাপতি

কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যৌথ কর্মীসভায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, "আওয়ামী অনুপ্রবেশকারীদের বিএনপিতে জায়গা দেওয়া যাবে না।" তিনি আরও বলেন, "আওয়ামী লীগ, বিএনপির নেতাকর্মীদের হত্যা, গুম ও নিপীড়ন করেছে, তবে বিএনপি এসব প্রতিহিংসায় বিশ্বাস করে না। আমাদের নাম নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে গুজব সৃষ্টি করা হচ্ছে। সবার উদ্দেশ্যে তিনি সজাগ থাকার আহ্বান জানান।"
সোমবার (৪ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই যৌথ কর্মীসভায় যুবদলের সভাপতি এই হুঁশিয়ারি দেন। সভায় ছাত্র-জনতার গণবিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
আব্দুল মোনায়েম মুন্না আরো বলেন, "দলীয় নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জিরো টলারেন্সে অবস্থান নিয়েছেন। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে দলের কোনো নেতাকর্মীকে ছাড় দেওয়া হবে না।"
তিনি আরো বলেন, "বাংলাদেশের জনগণ বিগত ১৭ বছরে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তারা নিজেদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেননি। বিএনপি যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, তখন দল ও অঙ্গ সংগঠনের কেউ কোনো অন্যায় করে পার পাবে না।"
এ সময় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বক্তব্য রাখেন।
সভাটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha