করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় ভেড়ামারায় ভোর থেকেই শুরু হয়েছে সাত দিনব্যাপী সরকার ঘোষিত উপজেলায় সর্বাত্মক লকডাউন।
ভেড়ামারায় লকডাউনের প্রথম দিনেই স্থানীয় প্রশাসন ছিলো শহরে এবং উপজেলার ৬টি ইউনিয়নের হাঁট বাজারে কঠোর অবস্থানে। সাধারণ মানুষ ও ছিলো অনেকটাই সচেতন। সরকার নির্ধারিত নির্দেশনা বাস্তবায়নের প্রায় সময় মাঠে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সকাল থেকেই পুলিশের সদস্যরা ভেড়ামারা শহরের প্রবেশ মুখসহ প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতেও অবস্থান। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হয়েছেন; এমন অনেককেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
লকডাউনের প্রথম দিনে যারা অনিয়ম এবং ১২টার পরে যারা বিভিন্ন দোকার খুলে আইন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছিলেন বা মাস্ক না পরে কেনা-বেচা করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দীনেশ সরকার। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু সঙ্গে ছিলেন।
আজ দিনব্যাপী তারা ভেড়ামারা শহর, পৌরসভা ও উপজেলার ৬টি ইউনিয়ন পরির্দশন করেন।পরিদর্শনকালে বিভিন্ন এলাকায় বিভিন্ন অনিয়ম ও অপরাধে নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দীনেশ সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা ও ৯জন কে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
আসামি সংখ্যা ৯জন। ভেড়ামারা শহরের বিসমিল্লাহ কনফেকশনারী খোলা রাখারদায়ে ১০হাজার টাকা, নতুনহাটে মোটরসাইকেল আরোহী রফিক কে ২ হাজার টাকা। গোলাপ নগর এর জুতার দোকান খোলা রাখার কারণে আজিজুলকে ২ হাজার টাকা, কুচিয়ামোড়া রাস্তায় মোটরসাইকেল আরোহী কে ১ হাজার টাকা, আরো চার জন দোকান ব্যবসায়ীককে ২ হাজার টাকা মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
করোনা ভাইরাস এর ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় ও লকডাউন বাস্তবায়নে ভেড়ামারা উপজেলায় সম্মিলিত যারা ছিলেন- ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল ইয়াছির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন।
এছাড়া ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ীক আব্দুল আজিজসহ বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিক বৃন্দ এবং রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha