‘আমরা মাতৃভূমির পক্ষে’ এই শ্লোগানকে সামনে রেখে ৮ বছর পেরিয়ে ৯ বছরে পাঁ রাখলো রাজশাহী থেকে প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বদেশ বাণী. কম। ২০১৬ সালের ৪ নভেম্বর প্রতিষ্ঠা লাভ করেছিল জনপ্রিয় এই নিউজ পোর্টালটি।
সোমবার (৪ নভেম্বর) রাত ৮টায় বাঘা প্রেস ক্লাব কার্যালয়ে কেক কাটা,আলোচনাসভার আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সম্মানিত অতিথিরা স্বদেশ বাণী লিখা কেক কাটেন। এতে সভাপতিত্ব করেন স্বদেশ বাণী’র বাঘা প্রতিনিধি আব্দুল হামিদ মিঞা।
আলোচনকালে বক্তারা বলেন,পত্রিকাটি প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সুনাম অর্জন করেছে। অনেকগুলো অনলাইন পত্রিকার মাঝে একটি যুগান্তকারী ও নিয়মতান্ত্রিক গণমাধ্যম হিসেবে ইতোমধ্যে পাঠকের মন জয় করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষক ও সাংবাদিক আশরাফুল আলম, প্রভাষক আব্দুল হানিফ মিঞা, সাংবাদিক লালন উদ্দিন, সাইদুল ইসলাম, সুব্রত কুমার, আব্দুল কাদের নাহিদ, শাহদৌলা স্পোর্টস একাডেমীর পরিচালক, আবু হেনা মোস্তাফা কামাল রানা, মঞ্জু ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার সেলিম রেজা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সহিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন ডাঃ হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হালিম,সাংবাদিক দোয়েল মোল্লা, আবদুস সালাম, আব্দুল আলিমসহ সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন হাফেজ ফয়সাল আহমেদ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha