আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৫:২৫ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ৪, ২০২৪, ৫:৩৩ পি.এম
এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর উদ্যোগে কাছিম পাচারকারী আটক!

উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী এবং এনিম্যাল লাভার্স অব পটুয়াখালী, স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন কর্তৃক গলাচিপার বন্যাতলী খেয়াঘাট থেকে এক কাছিম পাচারকারী কে আটক করেন।
জানাগেছে আজ (সোমবার) সকাল ৭ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে চর কাজল থেকে বন্যাতলী খেয়াঘাট পার হয়ে শুকলাল নামে এক পাচারকারী বস্তায় ভরে কাছিম নিয়ে যাচ্ছিলো উক্ত তথ্যের ভিত্তিতে গলাচিপা বন বিভাগের বিএম মো: নাইম হোসেন খাঁন এবং এনিম্যাল লাভার্স অব পটুয়াখালী, স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর গলাচিপা টিম লিডার সোহেল হোসেন রাসেল বন্যাতলী খেয়াঘাট খুব ভোরে অবস্থান নেন এবং চর কাজল থেকে আসা একটি ট্রলার থেকে শুকলাল নামে ব্যক্তিকে ১৭ টি বিভিন্ন প্রজাতির কাছিম সহ আটক করেন।
পরবর্তীতে মো: নাছিম রেজা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গলাচিপা, পটুয়াখালী মহোদয় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে অপরাধীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পরবর্তীতে উদ্ধারকৃত কাছিমগুলো মো: নাছিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) মহোদয় এবং বন বিভাগের স্টাফ, সংগঠন এর সদস্য এবং মিডিয়াকর্মী ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha