ফরিদপুরের আলফাডাঙ্গায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হাবিবুর রহমান সরদার (৭৫) ও তার মেয়ে শিমুল (৩০) কে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় আরও দুই সদস্য আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার টগরবন্দ ইউনিয়নের দক্ষিণ মালা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সরদার হাবিবুর রহমান ও শিমুলকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন তাদের পরিবার। হাবিবুরের স্ত্রী ঝর্ণা বেগম ও মেয়ের জামাই কামরুজ্জামাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাবিবুর রহমান।
আহত হাবিবুর রহমান জানান, আমার জমিতে লাগানো গাছ জোর করে বিক্রি করেছেন আমার ছোট ভাইয়ের ছেলে কারেন্ট মিস্ত্রি সজিব সরদার। বিক্রি করা গাছ সোমবার সকালে বেপারিরা কেটে নিয়ে যাচ্ছে এমন সংবাদে সেখানে গিয়ে বাঁধা দেই। সজিব আমার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে যায়। তার লোকজন নিয়ে আমাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে ডান পা ভেঙে দেয়, আমার মেয়ে শিমুল ঠেকাতে আসলে তাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে। এ সময় আমার স্ত্রী ও মেয়ের জামাইকে মারধর করা হয়েছে।
পরিবারের লোকজন আহদের উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাবা-মেয়ের অবস্থা খারাপ হওয়াতে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে
যাচ্ছেন তাদের পরিবার।
এ নিয়ে সজিব সরদারের সাথে কথা হলে বলেন, আমাদের নিজের জমির গাছ বিক্রি করেছি। আমার বড় চাচা এসে অযৌতিক ভাবে বাঁধা দেয়। এ নিয়ে বাকবিতন্ডা হয়। চাচাসহ কাউকে আঘাত করা হয়নি। বরংতারা আমার মাকে মেরেছে। মাকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, আহতের খবর পেয়ে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha