রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পৃথক তিনটি স্থানে হিংস্র শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন রক্তাক্ত জখম হয়েছেন। রবিবার সন্ধ্যা থেকে রাত সারে আটটার মধ্যে এই ঘটনা ঘটে।
দেবগ্রাম ইউনিয়নের চর পাচুরিয়া এবং পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ড এলাকায় শিয়ালটি আক্রমণ করে। এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ১ নম্বর ওয়ার্ডের মাষ্টার পাড়ায় কামড়ানোর সময় একটি শিয়ালকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে মেরে ফেলে।
এ ঘটনায় এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে রয়েছেন:
আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। রতন কুমার রায় জানান, তিনি মাঠ থেকে ধান মাগাই করে বাড়ি ফিরছিলেন, হঠাৎ একটি শিয়াল তার উপর হামলা করে।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোঃ রুহুল আমিন বলেন, "রবিবার সন্ধ্যার পর থেকে বেশ কয়েকজন শিয়ালের কামড়ানো রোগী আমাদের কাছে এসেছে। তবে, হাসপাতালে এন্টি রেবিস ভ্যাকসিন নেই, তাই রোগীদের বাইরের ফার্মেসি থেকে আনতে বলা হয়েছে।"
এলাকাবাসী ও স্থানীয় সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন কুটিন জানিয়েছেন, "এ এলাকায় শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। আমরা স্থানীয় প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তরের সহযোগিতা কামনা করছি এবং হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।"
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫