আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ১:২৬ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৪, ২০২৪, ১:২৮ পি.এম
সরকারি রাজেন্দ্র কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে ছাত্রদল নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদ, কাজী শামসুল ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তামজিদুল হাসান কায়েস, ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি অনিক খান জিতু, আরেফিন কায়েছ মাহমুদ সহ ফরিদপুর জেলা ও মহানগর এবং রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি আবু বকর সিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মত বিনিময় সভায় নেতৃবৃন্দ রাজেন্দ্র কলেজের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের সাথে আগামী দিনের -বাংলাদেশ কেমন হবে, ছাত্র-ছাত্রীরা কেমন বাংলাদেশ দেখতে চায় এসব বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। এসময় কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা তাদের বিভিন্ন সুবিধা- অসুবিধার কথা নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন।
তাছাড়া রাজেন্দ্র কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করা, রাজেন্দ্র কলেজে যাতে অতীতের মত বৈষম্য না থাকে এবং যাতে ছাত্র ছাত্রী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সে ব্যাপারেও আলোচনা করা হয়।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাত্রছাত্রীদের দাবির প্রতি সহমত প্রকাশ করেন। এবং তাদের দাবি পূরণের আশ্বাস প্রদান করেন।
এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তারা বলেন আগামীর বাংলাদেশ হবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন, শোষণমুক্ত ও মানবিক মর্যাদাপূর্ণ একটি নতুন বাংলাদেশ। যেখানে কোন প্রতিহিংসার রাজনীতি থাকবে না৷ এসময় তারা সাধারণ শিক্ষার্থীদেরকে দলে দলে ছাত্রদলের পতাকাতলে যোগদানের আহবান জানান৷
মতবিনিময় সভায় ছাত্র নেতৃবৃন্দের মাঝে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান প্রতিশ্রুতি সম্বলিত একটি পুস্তিকা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha