আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৫:১০ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৪, ২০২৪, ১২:৪৯ পি.এম
বোয়ালমারীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান
ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪.১১.২৪) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে "ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই" এই স্লোগানের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী, কৃষিবিদ এস এম রাশেদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা মো. কারিজুল ইসলাম, কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, কৃষক-কৃষানি প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষকদের মাঝে ইঁদুর নিধনের মেডিসিন ও খাঁচা বিতরণ করা হয়।
কৃষিবিদ এস এম রাশেদুল হাসান উপস্থিতি সকলের উদ্দেশ্যে প্রোজেক্টরের মাধ্যমে সচেতনতা বাড়াতে ইঁদুরের নানা ধরণে ক্ষতি সাধন ও বিস্তরের বিষয়ে উথাপন করেন।
এসময় তিনি বলেন, ইঁদুর আমাদের দেশে খাদ্যশস্য ধ্বংস করছে। প্রতি ১০০ টি ইঁদুর বছরে ১ মেট্রিকটন খাবার নষ্ট করে। তাই আমাদের সবাইকে সবার স্থান থেকে ইঁদুর নিধন করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha