আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ১২:২৫ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৪, ২০২৪, ১২:২৩ এ.এম
নাটোরের লালপুরে সিআইসিকে বদলির প্রতিবাদে আখ চাষীদের মানববন্ধন

নাটোরে লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের পানসিপাড়া ইক্ষু ক্রয় কেন্দ্র-১ এর সিআইসি শাফি উদদৌলাকে বদলি করার প্রতিবাদে ও তাকে বহাল রাখার দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন স্থানীয় আখ চাষীরা।
রোববার (৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার পানসিপাড়া ইক্ষু ক্রয় কেন্দ্রের সামনে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইক্ষু কেন্দ্রের সভাপতি সাজদার রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য ও আখ চাষী হুমায়ুন কবির, কৃষক মোজাম্মেল হক, ফজলুল হক, মোকলেসুর রহমান, হাসানুর রহমান ও আবু হানিফ প্রমুখ।
মানববন্ধনে কৃষকরা বলেন গত (২৯অক্টোবর) সিআইসি শাফিউদদৌলাকে পানসিপাড়া কেন্দ্র-১ ইক্ষু ক্রয় কেন্দ্রে পদায়ন করা হয়, পরবর্তীতে অর্থের বিনিময়ে কর্তৃপক্ষ শাফিউদদৌলাকে সরিয়ে অন্য একজনকে এখানে দিয়েছে। উক্ত মানববন্ধন থেকে প্রায় শতাধিক কৃষকরা শাফিউদদৌলাকে পানসিপাড়া-১ ইক্ষু ক্রয় কেন্দ্রে পুনর্বাহালের দাবী জানান।
এ বিষয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্লা বলেন সে রাজনৈতিকভাবে বিভিন্ন জায়গা থেকে বিতর্কিত। তাকে বদলি করা হয়েছিল বটে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। একটি গ্রুপ তাকে চায় আরেকটি গ্রুপ চায়না। বিষয়টি আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha