আজকের তারিখ : এপ্রিল ১১, ২০২৫, ৪:২২ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৩, ২০২৪, ৭:৫২ পি.এম
বীরমুক্তিযোদ্ধা সৈয়দ রুহুল আমিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রুহুল আমিন ইন্তেকাল করিয়াছেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি চার পূত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন। তিনি নড়াইল সদরের শালিখা গ্রামের মৃত সৈয়দ তোরাপ আলীর ছোট ছেলে।
আজ রবিবার (৩ নভেম্বর) সকালে তিনি বুকের ব্যথায় অসুস্থতা বোধ করলে সন্তানেরা তাঁকে অ্যাম্বুলেন্স যোগে খুলনা আবুনাসের হসপিটালের উদ্দেশ্যে রওনা হলে পথেই মৃত্যুবরণ করেন। বিকেলে শালিখা হাফেজিয়া মাদ্রাসা জামে মসজিদের সামনে জানাজার আগে এই বীরমুক্তিযোদ্ধার প্রতি প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি এবং রাষ্ট্রীয় মর্যাদা সেলুট প্রদান করা হয়।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে শালিখা পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় নড়াইলের বীর মুক্তিযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha