আজকের তারিখ : এপ্রিল ৮, ২০২৫, ৬:০০ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ৩, ২০২৪, ৬:৩৮ পি.এম
চির নিন্দ্রায় শায়িত হলেন কালুখালীর প্রতিথযশা শিক্ষক আঃ মান্নান

রাজবাড়ীর কালুখালী উপজেলার প্রতিথযশা শিক্ষক খোন্দকার আব্দুল মান্নান( ৮৭) আর নেই । বার্ধক্য জনিত কারনে তিনি গত শনিবার ঢাকায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার ২য় পুত্র খোন্দকার মোস্তাফিজুর রহমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক।
গুনি শিক্ষক খোন্দকার আব্দুল মান্নান ১৯৩৭ সালের ৩০ মে কালুখালীর বুনিয়াদি খোনকার (খোন্দকার) পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খোন্দকার আফতাব উদ্দিন।
যে সব গুনিজনের আলোকপাতে আজকের কালুখালী সমৃদ্ধি হয়েছে তাদের মধ্যে খোন্দকার আব্দুল মান্নান অন্যতম। তিনি রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রথম ধর্মীয় শিক্ষক। কালুখালী প্রথম ফিকাহবিদ ও ধর্মীয় আলোচক। পাকিস্থান আমল থেকে কালুখালী মানুষ সকল প্রকার ধর্মীয় সমস্যা সমাধানের জন্য তার কাছে আসতেন।
রবিবার নিজের কর্মস্থল রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে খোন্দকার আব্দুল মান্নান এর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় খোন্দকার মোস্তাফিজুর রহমান, লায়ন এড. আব্দুর রাজ্জাক খাঁন,কেএম আইনুল হাবিব, সুরুজ আলী মুন্সী, মো: কামরুজ্জামান কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha