আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৫:৪৩ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৩, ২০২৪, ৫:৪৩ পি.এম
ফরিদপুর জেলা কৃষক সমিতির সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলার কৃষক সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে কৃষি খাতে বৈষম্যহীন আমুল সংস্কার পাটের মন পাঁচ হাজার টাকা , কৃষি ফসলের লাভজনক দামের দাবিতে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।
কৃষক সমিতির সভাপতি সুধিন সরকার মঙ্গলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, সাবেক জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মানিক মজুমদার , সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান লালটু, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল হাশেম, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুর আব্দুল্লাহ সাঈদ, জেলা কমিটির সদস্য জাহানা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অজিত বিশ্বাস ।
সভায় বক্তারা কৃষকদের উপর বিভিন্ন বৈষম্য তুলে ধরে বলেন কৃষকদের যৌক্তিক দাবি মানতে হবে। তারা যাতে ফসলের ন্যায্য দাম পায় তা সরকারকে নিশ্চিত করতে হবে।
সাবেক সরকারের দুর্নীতির কারণে বাংলাদেশের কৃষকের ক্ষতি হয়েছে, কৃষির ক্ষতি হয়েছে , কৃষকরা বৈষম্যের শিকার হয়েছে । কৃষি সংস্কারের জন্য কমিটি করতে হবে । কৃষকের দাবি সমূহ সবার আগে গুরুত্ব দিতে হবে। কৃষকদের জন্য অবিলম্বে পল্লী রেশন চালু করতে হবে এবং কৃষকদের বাঁচাতে হবে । তা না হলে কৃষক বাঁচবে না।
এছাড়া বজ্রপাতে নিহত প্রত্যেক কৃষকের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। প্রত্যেক নারী শ্রমিক কে প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা পায় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে।
পুঁজিবাদী ব্যবস্থাকে ভেঙ্গে ব্যবস্থা সমাজতান্ত্রিক ব্যবস্থা চালু করার দাবি করা হয়, যাতে দেশে কোন দুঃশাসন বা ফ্যাসিবাদের জন্ম না হয় সেদিকে লক্ষ রাখতে হবে । আগামীতে কৃষি উপকরণ দাম বাড়ালে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলে সভায় জানানো হয় । এরপর একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha