বরগুনার আমতলীতে রোববার সকালে শিক্ষার্থীদের জন্য একটি ব্যতিক্রমী জ্ঞানভিত্তিক সেশন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় উন্নয়ন সংস্থা এনএসএস-এর উদ্যোগে বেলা ১১ টায় পিভিএ হল রুমে ‘হিউম্যান লাইব্রেরি’ সেশনটি অনুষ্ঠিত হয়। এই জ্ঞানভিত্তিক সেশনটি দাতা সংস্থা একশন এইডের সহায়তায় ‘এফোরটি’ প্রকল্পের আওতায় পরিচালিত হয়।
দুই ঘণ্টা ব্যাপী সেশনের উদ্বোধন করেন এনএসএস-এর নির্বাহী পরিচালক অ্যাড. শাহাবুদ্দিন পাননা।
সেশনে রিসোর্স পারসন ও ‘হিউম্যান বুক’ হিসেবে বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর বরগুনা সংবাদদাতা একেএম খায়রুল বাশার বুলবুল।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111