আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৭:২২ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৩, ২০২৪, ১:২৫ পি.এম
সদরপুরে কমিউনিটি সাপোর্ট গ্রুপের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ
ফরিদপুরের সদরপুর উপজেলার শৌলডুবী উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলায় সকাল সারে ৯ টায় কমিউনিটি সাপোর্ট গ্রুপের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ও ইউএসএআইডি'র কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি (সিএনএইচএ)
আয়াজনে এই প্রশিক্ষণে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় কমিউনিটি গ্রুপকে কার্যকরী ও শক্তিশালী করন এবং কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ এর সদস্যদের ক্ষমতা ও দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক শেফালী বেগম।
প্রশিক্ষণে গর্ভবতী মা ও শিশুর পরিচর্যা, মায়ের প্রথম শাল দুধের উপকারিতা, ও মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও বাচ্চা ভুমিষ্ট হওয়ার পর ৬ মাস পর্যন্ত কেবল মায়ের বুকের দুধ এবং ৬ মাসের পর থেকে ৮ মাস পর্যন্ত শিশুকে বাড়তি ঘন, নরম, চটকানো, এক পোয়া বাটির অর্ধেক খাওয়াতে হবে বলে আলোচনা করা হয়। প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন, কমিউনিটি হেলথ কেয়ার প্রভিডার (CHCP) মোঃ বোরহান উদ্দিন কমিউনিটি নিউট্রিশন এন্ড হেলথ এক্টিভিটি (CNHP) এর ইউনিয়ন ফ্যাসিলিটিটের ওবাইদুর হাসান উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে শৌলডুবী কমিউনিটি ক্লিনিকের সাপোর্ট গ্রুপের সভাপতি শিমুল তালুকদার সহ ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে সবাইকে দুপুরের খাবার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha