আজকের তারিখ : জানুয়ারী ৬, ২০২৫, ৩:২২ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৩, ২০২৪, ১০:৩৭ এ.এম
কালাইয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মিশিকুল মন্ডল, জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাট কালাই উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় অফিস ও সমবায়ীবৃন্দের আয়োজনে ৩ নভেম্বর ২০২৪ শনিবার সকাল ১০ টায় "সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ "এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা সমবায় অফিস কার্যালয়ের সামনে থেকে বিশাল একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উক্ত অফিসের সামনে জাতীয় সংগীত গেয়ে গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা সমবায় অফিসার জনাব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান তিনি জাতীয় সমবায় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্যের মাধ্যমে সমবায়ীদের উদ্দেশ্যে বলেন, সমবায় অফিসের মাধ্যমে বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ নিয়ে কাজে লাগাতে পারিলে তাতে স্বাবলম্বী হওয়া যায় এবং এতে দেশ ও জাতির উন্নয়ন ঘটে।
সঠিক নিয়ম নীতি অনুযায়ী দায়িত্ব নিয়ে সমবায় সমিতি পরিচালনা করতে পারলে এতে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব এ কথা বলিয়ে প্রধান অতিথি ইউএনও মহোদয় তার বক্তব্য শেষ করেন। উপজেলা সমবায় অফিস সহকারী পরিদর্শক মাহবুব র রহমানের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা পল্লী দারিদ্র বিমোচন অফিসার ইসমাইল হোসেন, কালাই ফুলকলি সমবায় সমিতির সভাপতি আর জেলা বেগ ম, গুড নেইবারস সমবায় সমিতির সভাপতি নাসিমা খাতুন, বুড়ইল সমবায় সমিতির সভাপতি নাজমুল হক, এলতা সমবায় সমিতির সম্পাদক আব্দুল ওয়াদুদ রতন সহ আরো অনেকে।
এ সময় উপজেলা সমবায় অফিস কর্মকর্তা, কর্মচারী, সরকারি বিভিন্ন শাখার কর্মকর্তা, উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha