রাজবাড়ীর বালিয়াকান্দিতে গায়ের ওপর গাছের গুড়ি পড়ে রায়হান মোল্লা (২৫) নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকাল ৫ টার দিকে বালিয়াকান্দি কেন্দ্রীয় মহাশ্মশান ও মন্দিরের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের সেকেন্দার বাদশার ছেলে।
নিহত রায়হানের কাকা রবিউল মোল্লা জানান, তারা দুজনে শনিবার সকালে ফরিদপুরের আলফাডাঙ্গার শিবগাতী এলাকা থেকে কাঠ ব্যবসায়ী পান্নু মৃধার কেনা গাছের গুড়ি নিয়ে বিকালের দিকে বালিয়াকান্দি পৌঁছান। নিহত রায়হান নসিমন চালিয়ে এসেছে।তারা দুজনেই নসিমন থেকে গাছের গুড়ি নামাচ্ছিলেন। হঠাৎএকটি গুড়ি হাত থেকে ছুঁটে পড়লে নসিমনে থাকাএকাধিক গুড়ি রায়হানের গায়ের ওপর দিয়ে পড়ে।
একাধিক গাছের গুড়ির চাপায় তার মুখের একটি পাশ থেতলে যায় এবং গুড়িগুলো গায়ের ওপর দিয়ে গড়িয়ে পড়ে। নিহত রায়হানের এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে বলেও তিনি জানান। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা এগিয়ে এসে রায়হানকে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জররুী বিভাগের দায়িত্বর তচিকিৎসক প্রতাপ মন্ডল জানান, স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি মো: জামাল উদ্দিন জানান, বিষয়টি জানার সাথে সাথে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha