আজকের তারিখ : জুলাই ১২, ২০২৫, ৯:০৩ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ২, ২০২৪, ৬:০৯ পি.এম
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখা ও সংখ্যালঘু সংগঠন সমূহের ঐক্য মোর্চার ব্যানারে মানববন্ধন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখা ও সংখ্যালঘু সংগঠনসমূহের ঐক্য মোর্চার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয় ।
এ মানব বন্ধন কর্মসূচীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অলোকসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য প্রভাত কুমার সিংহ অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট তুষার কুমার দত্ত।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করতে হবে। বক্তারা বলেন যে সমস্ত নেতৃবৃন্দ হিন্দুদের ঐক্যের পথে কথা বলে হিন্দুদের ন্যায়ের পক্ষে কথা বলেন তাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হয়। আমরা শান্তি চাই। তবে অশান্তি সৃষ্টিকারীর বিরুদ্ধে আমরা অবশ্যই রুখে দাঁড়াবো।
ফরিদপুরে ও পূজা উদযাপন পরিষদের একাধিক নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
দেশটাকে হিন্দু শুন্য করার চেষ্টা করা হলে কঠোরভাবে প্রতিহত করা হবে। আমাদের শান্তিতে থাকতে দিন। তিনি বলেন এ্যাডভোকেট রানা দাস গুপ্ত ও চট্টগ্রাম জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় প্রভুকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।
অবিলম্বে ঐ সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। অত্যাচার নির্যাতন করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না।
আগামী দিনে আমাদের দাবী দাওয়া না মানলে মামলা প্রত্যাহার না করা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে বলে মানববন্ধনে হুশিয়ারী প্রদান করা হয়।
এ সময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য সুবোধ চন্দ্র দে,অনুপ তরফদার রনি, ডাঃঅপু, এ্যাডভোকেট প্রীতি কনা।
যুব ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকার, যুগ্ন সম্পাদক,উৎপল দত্ত, সুজিত রায়, অর্থ সম্পাদক বাবু কর,সহ সাংগঠনিক সম্পাদক প্রকাশ কর্মকার ও শুভ্র কর্মকার। সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha