আজকের তারিখ : জুলাই ১২, ২০২৫, ১০:৩৫ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ২, ২০২৪, ৫:৪৭ পি.এম
মধুখালীতে নতুন সাজে বাবু মেমোরিয়াল হাসপাতাল উদ্বোধন

ফরিদপুরের মধুখালী উপজেলায় নতুন সাজে নতুন মালিকানায় বাবু মেমোরিয়াল হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার( ২ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের অপর পাশে হাসপাতালের ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইউসুফ আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদের মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান মাহবুব।
অনুষ্ঠানে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের মুসল্লীগণ ও বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এসময় দোয়া ও মিলাদ পরিচালনা করেন মধুখালী উপজেলা ঈদগাহ জামে মসজিদের ইমাম মাওলানা হারুন অর রশিদ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাবু মেমোরিয়াল হাসপাতালের উত্তর উত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha