আজকের তারিখ : জুলাই ১, ২০২৫, ১২:৩৯ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ২, ২০২৪, ৫:৩৩ পি.এম
গোদাগাড়ীতে দোকানঘর নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৩

রাজশাহী গোদাগাড়ীর বসন্তপুর এলাকায় দোকানঘর নিয়ে সংঘর্ষে একজন নিহত ও জন আহত হয়েছে। নিহতের নাম কবির হোসেন (৬০)।তিনি বসন্তপুর তেলিবাড়ি এলাকার মৃত আব্দুস সামাদের পুত্র। আহতরা হলেন নিহত কবির হোসেনের পুত্র নূরনবী (২৮) ভাই এজাজুল (৬২) ও আনারুল (৪৫)।
আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কবির হোসেন। নিহত কবিরের ভাতিজা রফিকুল ইসলাম বলেন,বসন্তপুর মোড় এলাকায় প্রায় ৬০ বছর আগে থেকে আমার বাপ দাদারা মাটির দোকান ঘর করে ব্যবসা করে আসছেন। কিন্তু প্রায় দুই বছর আগে থেকে রহমান হাজির পুত্র কবির, মনিরুল, বাবু, নজরুল, জিয়ারুল, শানু ও পিয়ারুল তারা কয়েক ভাই বিভিন্নভাবে হয়রানি করে আসছে।
তিনি বলেন, দোকানঘরটি নিয়ে প্রথমে ইউনিয়ন পরিষদ ও পরে পুলিশ ফাঁড়ি এবং শেষ পর্যন্ত্য আদালতের শরণাপন্ন হই আমরা। আদালত যার দখল তার মাটি এই মর্মে রায় দেয় আমার চাচা কবির হোসেনের পক্ষে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১ নভেম্বর শুক্রবার কবির হোসেন ও তার পুত্র নূরনবী দোকান মেরামতের কাজ করতে যায়। এসময় রহমান হাজির নেপথ্যে মদদে তার পুত্ররাসহ সানি, মুরশালিন, রাইহান, শিমুল বদিউজ্জামান দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলা করে। এতে করিব হোসেন গুরুত্বর জখম হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) আইসিইউতে ভর্তি করা হয়, পরদিন ২ নভেম্বর শনিবার সকালে তিনি মারা যায়।
এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, এখানো কোনো অভিযোগ হয়নি, বাদীপক্ষ লিখিত অভিযোগ দিলে মামলা গ্রহণ করা হবে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha