"সমবায়ে গড়বো দেশ,বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে ৫৩তম সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করেন।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদর হল রুমে উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রউফ প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি)খালেদ বিন মনসুর।
এছাড়াও সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন পার্বতীপুর সেন্ট্রাল কো-অপারেটিভ সেলস অ্যান্ড সাপ্লাই লিঃ সভাপতি হারুন অর রশিদ, এসডিএফ এর পরিচালক তাজুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপজেলার ১০জন শ্রেষ্ঠ সমবায়ীর মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111