কুষ্টিয়ার ভেড়ামারায় গোলাপনগর হযরত শাহ্ সোলাইমান চিশতী (রঃ) এর মাজার প্রাঙ্গণে একজন অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, গতকাল শনিবার সকালে লাশের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে য়ায়।
স্থানীয় ভাবে জিজ্ঞাসাবাদে কেহ তার পরিচয় জানাতে পারে না। পরে লাশের সুরতহাল প্রস্তুত পূর্বক ময়না তদন্ত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রেরণ করা হয়।
পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের নির্দেশনায়, ভেড়ামারা সার্কেলের সহায়তায় এবং অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের প্রচেষ্টায় লাশ প্রাপ্তির তিন ঘন্টার মধ্যে প্রযুক্তির সহায়তায় লাশের পরিচয় উদঘাটন করে জানতে পারেন মৃত ব্যক্তির নাম হাসিবুল ইসলাম (৪০), পিতা- মৃত শামছুল ইসলাম, সাং- ছোট শলুয়া (বলদিয়া), থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা।
পরবর্তীতে তার পরিবারের সাথে যোগাযোগ করে আজ ২০জুন সকালে লাশ তার আত্মিয়স্বজনের কাছে বুঝে দেয়। মৃতদেহ মৃতের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার বিষয়ে মৃতের পরিবারকে সার্বিকভাবে সহায়তা প্রদান করেন পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫