কুষ্টিয়ার দৌলতপুরে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক তিনটি অভিযানে অস্ত্র, গুলি, ফেনসিডিল ও গাজাসহ ৪ যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাতে জেলার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ইনসাফ নগর, ডাংমড়কা বিজিবি চেকপোস্ট এবং ক্রোফটনগর স্কুলের পেছনে এ অভিযান চালানো হয়।
অভিযানে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি, ৫০ বোতল ফেনসিডিল এবং ১ কেজি ৮০০ গ্রাম গাজাসহ চার যুবককে গ্রেফতার করা হয়। শুক্রবার রাত দেড়টার দিকে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় গভীর রাতে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় চিলমারীর ইনসাফনগর এলাকায় একটি মোটরসাইকেল থামালে আরোহীরা পালিয়ে যায়, কিন্তু মোটরসাইকেল তল্লাশি করে বিজিবি একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে।
অন্যদিকে, মহিষকুন্ডি এলাকার ডাংমড়কা চেকপোস্ট থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ রাশিদুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি দৌলতপুরের প্রাগপুর এলাকার আব্দুল কায়য়ুম উদ্দিনের ছেলে।
আরেকটি অভিযানে ক্রোফটনগর স্কুলের পেছনের বাঁশবাগান থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাজাসহ আল মামুন ইমন, রাজিব হোসেন এবং মুরাদ হোসেন নামের তিন যুবককে গ্রেফতার করা হয়।
আজ শনিবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে এবং তাদেরকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha