আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৮:৪০ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১, ২০২৪, ৪:০৩ পি.এম
আমতলীতে জাতীয় যুব দিবস পালিত

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ০৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও যাতায়াত ভাতা বিতরণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সাইফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারেক হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ আহাদুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ মানজুরুল হক কাওসার, একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুল রহমান, এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ হান্নান, টেপুরা জনতা ক্লাবের সভাপতি অ্যাড. আওলাদ হোসেন, দুলাল স্মৃতি সংসদের সভাপতি মো. ইকবাল আহমেদ, সফল আত্মকর্মী তুষার রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবদুল্লাহ, সাংবাদিক এইচ এম রাসেল এবং মোঃ ফখর উদ্দিন তহসিন।
আলোচনা শেষে ৯ জন যুবক ও যুবতীর মধ্যে ৭ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র ও যাতায়াত ভাতা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha