আজকের তারিখ : এপ্রিল ৫, ২০২৫, ২:৫৯ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১, ২০২৪, ৩:৩৯ পি.এম
আলফাডাঙ্গায় জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমীন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম মাসুদুল হাসানের সভাপতিত্বে এবং পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা হিমান্ত রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় অফিসার মোঃ মাজহারুল হক, উপজেলা বিএনপির প্রতিনিধি খোশবুর রহমান খোকন, জামায়াত ইসলামী আমীর কামাল হোসেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেন, প্রেসক্লাব আলফাডাঙ্গা সভাপতি আরিফুজ্জামান চাকলাদার, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, যুব মহিলা উদ্যোক্তা রীতা তাসমেরী জেরিন এবং সাব্বির হোসেন।
আলোচনা সভা শেষে ৫ জন যুবক ও যুব মহিলার মধ্যে ৫ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া ৯০ জনকে ৬০০ টাকা করে প্রশিক্ষণের যাতায়াত ভাড়া, ৫ জনের মধ্যে ১৫টি গাছের চারা এবং ৩০ জন যুবকর্মীকে প্রশিক্ষণের সনদ প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha