“আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া” প্রবাদটি গল্পের মতো মনে হলেও, ঠাকুরগাঁওয়ের যুবলীগ নেতা বেলালের জীবন এই কথার এক জলন্ত উদাহরণ। দিনমজুর থেকে তিনি এখন শত কোটি টাকার মালিক। বালিয়াডাঙ্গী উপজেলার যুবলীগ নেতা বেলাল প্রায় ১৬ বছর আগে গঠন করা একটি সমবায় সমিতির সভাপতি হিসেবে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই সম্পদ অর্জন করেছেন।
বেলাল ঠাকুরগাঁও উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক এবং ঠাকুরগাঁও গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি। তিনি বিলাসবহুল বাড়ি এবং হেরিয়ারের মতো দামি গাড়িতে চলাফেরা করেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই স্থানীয়রা তার বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেছেন। এই ঘটনার পর বালিয়াডাঙ্গী থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ঠাকুরগাঁও জেলা সমবায় কার্যালয়ে একাধিক অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
নাম গোপন রাখার শর্তে গণ উন্নয়ন সমবায় সমিতির এক কর্মচারী জানান, বেলাল মিথ্যা মামলা, চেক জালিয়াতি, জমি দখল, এবং সমিতির টাকা দিয়ে সুদের ব্যবসার মাধ্যমে শত কোটি টাকার মালিক হয়েছেন। তিনি এসব কর্মকাণ্ডে স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতার সহায়তা পেয়েছেন।
বেলালের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর গ্রামে। এক সময় তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন। ২০০৮ সালে প্রতিষ্ঠা করেন গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। সমিতির সভাপতি পদে তিনি কখনও নিজে, কখনও বাবাকে, আবার কখনও স্ত্রীকে বসিয়ে পরিচালনা করেছেন। নিজের পরিবারের সদস্য এবং পছন্দের লোকদের নিয়ে গঠন করেছেন ব্যবস্থাপনা কমিটি।
ভুক্তভোগীরা বলেন, “গণ উন্নয়ন সমবায় সমিতি থেকে আমরা ঋণ নিই, কিন্তু জামানত হিসেবে ব্যাংক চেক দিতে হয়। ঋণ পরিশোধের পর চেক ফেরত চাইলে তারা বলেন, চেক হারিয়ে গেছে।” এর ফলে অনেককে চেক জালিয়াতির মামলায় হয়রানি করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা সমবায় কার্যালয়ের তথ্য মতে, জেলার আওতায় ৮৬২টি সমবায় সমিতি রয়েছে, যার মধ্যে গণ উন্নয়ন সমবায় সমিতি ঝুঁকিপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত। সাম্প্রতিক অডিট প্রতিবেদনে সমিতির হিসাবের গড়মিলের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বেলাল উদ্দীন অভিযোগের বিষয়ে বলেন, “ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক কার্যক্রম চলছে। আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা।”
ঠাকুরগাঁও জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক এ কে এম জাহাঙ্গীর আলম জানান, “বেলাল উদ্দীনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসেছে। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল মামলার তথ্য নিশ্চিত করেছেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ঠাকুরগাঁও সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক তাহসীন মুনাবীল হক বলেন, “গণ উন্নয়ন সমবায় সমিতি সম্পর্কে অভিযোগ এসেছে এবং আমরা বেলালের সম্পদের তালিকা নিয়ে কাজ শুরু করেছি।”
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha