আজকের তারিখ : এপ্রিল ১১, ২০২৫, ৯:০৪ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১, ২০২৪, ১:১৯ পি.এম
গোমস্তাপুরে আসামির হামলায় ১ এসআইসহ ২ কনস্টেবল আহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসামি আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ১ এসআই এবং ২ কনস্টেবল। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর বাজারে।
বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম ও স্থানীয়রা জানান, ওই সন্ধ্যায় গোমস্তাপুর থানা পুলিশ আসামি ধরতে গেলে আসামিরা হামলা চালায়। হামলায় পুলিশ সদস্যদের পাশাপাশি তাদের ব্যবহৃত একটি সিএনজি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এসআই আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স সিএনজি নিয়ে বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর বাজারে মোঃ মিন্টু রহমানকে আটক করতে গেলে আসামি ও তার পক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে এসআই আবুল কালাম আজাদ, কনস্টেবল আলিম এবং মানিক আহত হন। আহতদের রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha