দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্য ঝালকাঠির নলছিটিতে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১লা নভেম্বর) বেলা দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, যুব ঋণের চেক এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা ও র্যালী হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা এস.এম মাহফুজ হুসাইন, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম,নলছিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ এনায়েত করিম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুবশক্তির বিকল্প নেই। তাই যুবশক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে যেকোনো মূল্যে। সৃষ্টিশীল কাজে তরুণদের অন্তর্ভুক্তি বাড়াতে হবে। পরে উপজেলার বেকার যুবক যুবতীদের মাঝে ৭ দিন ব্যাপী প্রশিক্ষন কোর্সের সনদ ও অর্থ বিতরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha