আজ বৃহস্পতিবার ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামা পূজা ও দীপাবলি পালিত হচ্ছে। এই উপলক্ষে প্রত্যেক মন্দিরে চলছে মায়ের আরাধনা। সন্ধ্যায় বিভিন্ন স্থানে মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দীপাবলীর উৎসব উদযাপন করা হয়।
হাজী শরীয়তুল্লাহ বাজারের পূজা মন্দিরের পুরোহিত পরিমল কুমার মৈত্র জানান, “আমরা কালীপূজা করি বিশ্ব শান্তির জন্য, যাতে মা কালী সমস্ত পৃথিবীর মানুষের রক্ষা করেন। মানুষের বিপদ থেকে মুক্তির জন্য প্রতিবছর এই পূজা করা হয়।” শহরের বিভিন্ন পূজা মন্দিরে রাত ৮-৯ টার মধ্যে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সংবাদ লেখা পর্যন্ত বিভিন্ন মন্দিরে পূজা চলছিল, যেখানে ভক্তবৃন্দ অংশগ্রহণ করছেন। পূজার পাশাপাশি যজ্ঞ অনুষ্ঠান, অঞ্জলি ও প্রসাদ বিতরণও অনুষ্ঠিত হচ্ছে।
শহরের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দকে বিভিন্ন মন্দিরে প্রতিমা দেখতে দেখা যাচ্ছে।
শ্যামা পূজা উপলক্ষে শহরের সিং পাড়ায় আগামীকাল ধর্মীয় অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে একটি লাকি কুপনের মাধ্যমে র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে, যেখানে প্রথম পুরস্কার হিসেবে একটি রঙিন টেলিভিশন দেওয়া হবে।
এছাড়া, শহরের বিভিন্ন মন্দিরে শ্যামা পূজা উপলক্ষে আগামীকাল থেকে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।