আজকের তারিখ : অগাস্ট ২, ২০২৫, ১২:৪০ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৩০, ২০২৪, ৫:৩৬ পি.এম
বিদায়ী ও নবাগত ইউএনওকে বাঘা প্রেসক্লাবের সংবর্ধনা

ঘা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বাঘা প্রেসক্লাবের সাংবাদিকরা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, বাঘা প্রেসক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিঞা এবং আহবায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মাদ ইব্রাহীমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তরিকুল ইসলামকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদন্নোতি দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বদলি করা হয়েছে। তিনি ২০২৩ সালের ১৩ ডিসেম্বর বাঘা উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন এবং সততা ও নিষ্ঠার সাথে বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেছেন।
নবাগত ইউএনও শাম্মী আক্তার ২৭ অক্টোবর সিনিয়র সহকারী কমিশনার আজাহার আলীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বাঘা উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বিদায়ী ও নবাগত ইউএনওকে সংবর্ধনা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha