আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৯:৪৫ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৩০, ২০২৪, ৬:০৯ পি.এম
নাটোরের লালপুরে জামায়াতে ইসলামী’র জনসমাবেশ

৩০ অক্টোবর, বুধবার, নাটোরের লালপুরে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাবেশ আয়োজন করেছে জামায়াতে ইসলামী। ২ নং ঈশ্বরদী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে লালপুরের শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশটি ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত নৃশংস পল্টন হত্যাকাণ্ড ও জুলাই ২০২৪ অভ্যুত্থানে হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজন করা হয়।
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, “শেখ হাসিনা ২০০৬ সালের ১৮ সেপ্টেম্বর পল্টনের সমাবেশে সারা দেশ থেকে সন্ত্রাসীদের ঢাকায় এনে লগি-বৈঠা আনার নির্দেশনা দেয়। ২৮ অক্টোবর সন্ত্রাসীদের ভাড়া করে এনে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। এই হত্যাযজ্ঞের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতি গতিপথ হারায় এবং ২০০৮ সালের ২৯ ডিসেম্বরে পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়।”
মাওলানা রফিকুল ইসলাম আরও বলেন, “তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ২৮ অক্টোবরের মামলাকে পুনরুজ্জীবিত করে শেখ হাসিনাসহ জড়িত সকলকে বিচারের মুখোমুখি করার দাবি জানান।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। এছাড়া, উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়াহাব, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, এবং অন্যান্য নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha