আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ৪:২৮ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৩০, ২০২৪, ৪:৩২ পি.এম
প্রতিবন্ধী শিশু এবং যুবকদের মাঝে সহায়ক উপকরণ ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত

প্রতিবন্ধী শিশু এবং যুবকদের মাঝে সহায়ক উপকরণ ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্তরের প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে সিডিডি ও এলএল নেদারল্যান্ডস এর সহযোগিতায় প্রতিবন্ধী শিশু এবং যুবকদের মাঝে সহায়ক উপকরণ ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার নজিবুল আলম।
তিনি বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের সহায়তা করলে তারাও দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। তাদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদে পরিণত করা সম্ভব। তাদের সমাজের মূল ধারায় আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। কাউকে পিছনে ফেলে উন্নয়ন করা সম্ভব নয়। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রতিবন্ধীদেরও সঙ্গে রাখতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান, সংস্থার একতা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ইউনুস আলী, সহসমন্বয়কারী আসাদুজ্জামান, মহিবুর হাবীব ও আরিফুর রহমান, প্যারেন্টস কমিটির সদস্য হাজেরা খাতুন, নাজমা খাতুন।
আলোচনা শেষে ৩ টি হুইল চেয়ার ২ টি স্পেশাল চেয়ার, ৫০ জন ডাউন সনড্রোম প্রতিবন্ধী ও ২২ জন ক্ষিচুনী আক্রান্ত প্রতিবন্ধীর মাঝে ঔষধ বিতরণ বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha