আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৯:৪৬ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৩০, ২০২৪, ৪:২৭ পি.এম
নাটোরের বাগাতিপাড়ায় মূল্য তালিকা না থাকায় মেসার্স মায়ের দোয়া সবজি ভান্ডারকে জরিমানা

নাটোরের বাগাতিপাড়ায় মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত দাম নেওয়ায় ১ দোকানিকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার মালঞ্চি কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে মেসার্স মায়ের দোয়া সবজি ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ’র ভ্রাম্যমাণ আদালত।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, ‘ক্যাব’ সাধারণ সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম তপু ও মালঞ্চি বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক আজিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha