আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ৭:১৯ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৩০, ২০২৪, ২:০৮ পি.এম
ফরিদপুর জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে আজ বুধবার সকাল ১১ টায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখা হতে ছাত্রদলের ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কৌশিক আহমেদ অনিক, অনিক খান জিতু, আরেফিন কায়েছ মাহমুদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইশতিয়াক রশিদ, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শেখ প্লাবন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাহাত জুবায়ের, সরকারি রাজেন্দ্র কলেজের সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক শাহরুখ খান নিলয় সহ জেলা ও মহানগর ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ আমাদের উপর অনেক অত্যাচার করেছে জুলুম নির্যাতন করেছে। আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে তাদের কারাগারে পাঠিয়েছে। কিন্তু আমরা তা করব না। আমরা ছাত্রদলের সকল নেতা ও কর্মীরা অত্যন্ত সুশৃংখল ও শান্তিপ্রিয়ভাবে সকল দলীয় কার্যক্রম চালিয়ে যেতে চাই বলে আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত ফরিদপুরে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয় এবং ফরিদপুরের সকল কলেজে এর কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha