আজকের তারিখ : জুলাই ২৩, ২০২৫, ১০:২৯ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৩০, ২০২৪, ১১:১৬ এ.এম
ফরিদপুরে পাকা রাস্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে পাকা রাস্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফরিদপুরের মাচ্চর ইউনিয়ন অন্তগত ধুলদি বাজারে মোসলেম শেখ এর বাড়ি হতে হাফিজুল শেখ এর বাড়ি পযন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা পাকা করনের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
এ সময় বক্তারা বলেন আমরা নিয়মিত জমির খাজনা পরিশোধ করে থাকি। এ গ্রামে প্রায় ৩০০ লোকের বাস। অথচ আমাদের চলাচলের কোন রাস্তা নাই বাচ্চাদের স্কুলে যাওয়া, অসুস্থ রোগীদের হাসপাতালে এনে চিকিৎসা নেওয়া জীবন জীবিকা নিত্য প্রয়োজনীয় জিনিস আনা নেওয়া করা একেবারেই অসম্ভব।
এছাড়া প্রায় এক কিলোমিটার প্রায় এক কিলোমিটার পথ হেঁটে মহাসড়কে যেতে হয় এবং অল্প বৃষ্টিতে পানি জমে চলাচলের অযোগ্য হয়ে থাকে ইতিপূর্বে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের এই ব্যাপারে একাধিকবার সাহায্য চাইলেও তারা বারবার প্রতিশ্রুতি দিয়ে কোন পদক্ষেপ নেন নাই বিধায় আজ আমাদের মানববন্ধন কর্মসূচি করতে হচ্ছে।
বক্তারা অবিলম্বে রাস্তা নির্মাণ না হলে পরবর্তীতে আরও বড় কর্মসূচি করবেন বলে হুশিয়ারি ব্যক্ত করেন এ সময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মারুফ খান, আব্দুল বক্কার, সোমা আক্তার, মোহাম্মদ রাজিব, রাজিবুল ও বাপ্পি ছাড়া স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha