নাটোরের লালপুরে রেললাইন পারাপারের জন্য লেভেলক্রসিংয়ের মাধ্যমে রেললাইনের উপর সড়ক নির্মাণ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার বিকালে স্থানীয় জনগণ উপজেলার ঈশ্বরদী বাইপাস (ডহরশৈলা) স্টেশনের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশের পাটিকাবাড়ি গোরস্থান, ডহরশৈলা মাদ্রাসা ও শ্রীরামপুর গ্রামে যাতায়াতের জন্য রেললাইনের উপর দিয়ে একটি সড়ক নির্মাণের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এ সময় উত্তেজিত এলাকাবাসী রাজশাহী থেকে টুঙ্গিপাড়া গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে রাখে। তারা জানান, লেভেলক্রসিংয়ের মাধ্যমে স্থান দুটির সংযোগ সড়ক নির্মাণ করা হলে অত্র এলাকার মানুষের সুবিধা হবে, যা অর্থ ও সময় সাশ্রয় করবে।
অবরোধের খবর পেয়ে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে। সেনাবাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন মাছুদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ সহ স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় পরে রেল চলাচল স্বাভাবিক হয়, কিন্তু এলাকাবাসীর দাবি এখনও অটুট রয়েছে। তাদের আশা, দ্রুত সময়ের মধ্যে সড়ক নির্মাণের কার্যক্রম শুরু হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha