আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৯:৪৮ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২৯, ২০২৪, ১:৩৩ পি.এম
ফরিদপুরে একদফা দাবিতে কর্মবিরতী পালন করছে নকল নবিশ অ্যাসোসিয়েশন

নকল নবিশদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ অ্যাসোসিয়েশন) ফরিদপুর জেলা শাখা। আজ মঙ্গলবারে কর্ম বিরতি পালন করে তারা। এ সময় নেতৃবৃন্দ জানান তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
উল্লেখ করা যেতে পারে নকল নবীশদের চাকুরী জাতীয় করণের দাবী বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় ফরিদপুরেও নকল নবীশদের কর্মবিরতী ও র্যালী অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে নকল নবীশরা জানান, আমাদের কলম, খাতা এবং বসার স্থানটা পর্যন্ত সরকারি অফিসে কিন্তু আমাদের চাকরী সরকারি নয়। অতিদ্রুত নকল নবীশদের চাকরী স্থায়ী করতে হবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি চলমান থাকার ঘোষণা দেন।
নকল নবীশদের নারী সদস্যরা জানান আমরা কোন উৎসব পর্বনে ভাতা, বোনাস এমনকি মাতৃকালীন ছুটি পর্যন্ত আমাদের দেওয়া হয় না। এই বৈষম্য থেকে আমাদেরকে বের করে সারা বাংলাদেশের নকল নবীশদের সম্মানের সাথে চাকরী স্থায়ীকরণ করবে এমনটি আশা করছেন বর্তমান সরকারের কাছে।
উল্লেখ্য, একদফা দাবি আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশের ৫১৬ টি সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকল নবীশদের চাকরী স্থায়ী করণের দাবী বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরের ৮১ জন নকল নবীশ। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha