তিনি বলেন, এত দিন কারা মুক্তিযোদ্ধা, সেটা জামুকা নির্ধারণ করে দিত। মন্ত্রণালয় শুধু তাদের নির্ধারিত হওয়া বিষয়টি বাস্তবায়নে যেত। এটার আইনগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। মুক্তিযোদ্ধা রিভিউ হবে কি না, জানতে চাইলে সাংবাদিকদের উপদেষ্টা জানিয়ে ছিলেন, ‘অবশ্যই হবে, যেন মুক্তিযোদ্ধারা তাদের সম্মানটা ফিরে পান। মুক্তিযুদ্ধ তো আমাদের জাতীয় জীবনে অনন্য ঘটনা। মুক্তিযোদ্ধা, তারা ওটাই ফিরে পেতে চান। এটাই তাদের ফিরে পাওয়ার আকুতি।’
.
কোটা প্রয়োগ পদ্ধতি : পিএসসির তথ্যানুযায়ী প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই আসে কোটার হিসাব। এই তিনস্তরে উত্তীর্ণ না হলে কেউ কোটা সুবিধার আওতায় পড়েন না। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার নম্বর যোগ করা হয়। এরপর আসে মৌখিক পরীক্ষার বিষয়। এই তিনস্তরে উত্তীর্ণ হলে তখন আসে কোটার হিসাব।
.
বৈষম্যবিরোধী আন্দোলনের আগে কোটাব্যবস্থা: ভৌগোলিক ও সামাজিক অবস্থা বিবেচনায় পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে আনতে বিশ্বব্যাপী কোটা পদ্ধতি বিদ্যমান। তবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরপরই কোটা ব্যবস্থা বেশি আলোচনায় আসে। সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষায় ভর্তিতে আসে মুক্তিযোদ্ধা কোটার প্রসঙ্গ। ১৯৭২ সালে মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবে কোটা চালু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই সময় সরকারি কর্মচারী নিয়োগে মাত্র ২০ শতাংশ নেওয়া হয়েছিল মেধায় (সাধারণ), ৪০ শতাংশ জেলা কোটা এবং ১০ শতাংশ ছিল নারী কোটা। আর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবে কোটা সংরক্ষণ করা ছিল ৩০ শতাংশ।
২০১৮ সালে প্রচলিত কোটাব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে।